সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

জলঢাকায় সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ 

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকায় সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ 

নীলফামারীর জলঢাকায় দরিদ্রদের মধ্যে ব্যাটারিচালিত ৪৮টি ভ্যান, ৩৫টি সেলাই মেশিন ও ১০৫ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়। 

অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নকল্পে কর্মবিহীন মানুষদের মধ্যে এসব উপঢৌকন বিতরণ করা হয়। 

ইউএনও জি.আর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমির মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার নায়েবে আমির প্রেসক্লাব সভাপতি আলহাজ কামারুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ। 

বিতরণ শেষে ইউএনও জানান, বিগত ২৩-২৪ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় জলঢাকা উপজেলার কর্মবিহীন জনগোষ্ঠীর ৪৮ জন সুবিধাভোগীর মধ্যে একটি করে ব্যাটারি চালিত ভ্যান, ৩৫ জন নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন ও সমপ্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দেড় বান করে মোট ১০৫ জন ব্যক্তির মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। 

এছাড়া এ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের দৃশ্যমান সৌন্দর্যবর্ধণসহ কানেকটিং রোড, গ্যারেজ সংস্করণসহ উপজেলা পরিষদে নতুন নির্মাণাধীন ভবনের সামনে দৃষ্টিনন্দন অনেক কাজ করা হয়েছে।

টিএইচ